মুহম্মদ আব্দুস সামাদ

মুহম্মদ আব্দুস সামাদ

মুহম্মদ আব্দুস সামাদ। একজন উন্নয়নকর্মী। শিক্ষা বিশেষজ্ঞ। প্রথাবিরোধী তবে প্রথা ভাঙ্গার সাহস নেই। কাম্য আর শ্রেয়তর সমাজ নির্মানের স্বপ্নযাত্রায় নিজের কাল্পনিক অংশগ্রহণ আছে বলে মনে করেন। নিম্নবর্গের সদস্য হিসেবে নিজের কোনো অভিযোগ বা আক্ষেপ কোনোটাই নেই। কোটি কোটি মুখোশপরা মানুষদের মতই, তবে আলাদা হওয়ার তুমুল ইচ্ছা। একজন পেশাদার সমাজকর্মী হিসেবে গর্ববোধ করেন। প্রকৃতির রূপ বৈচিত্র্যময় পাহাড়, জঙ্গল, লতাগুল্ম আর ফুল পাখিতে ভরা এক চা বাগানের নিভৃত কুটিরে লেখকের জন্ম। বিদ্যুৎবিহীন আদিম গ্রাম্য পরিবেশ, নির্ভেজাল মানুষ, ফুল, প্রজাপতি, পোকামাকড় নিয়ে এক প্রাগৈতিহাসিক পরিবেশে শৈশব আর কৈশোর কেটেছে লেখকের। শিক্ষক, দার্শনিক, সমাজকর্মী আর ধর্মগুরু মাওলানা মুহম্মদ আব্দুল হাছিব (রহ.) আর মহীয়সী রওশন আরা বেগম এর সন্তান হওয়াটাকে অত্যন্ত গর্বের বিষয় মনে করেন লেখক। মুহাইমিন সরফরাজ আর মুকতাদির সরফরাজ লেখকের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, পরিচালক আর শিক্ষক। শিক্ষা বিশেষজ্ঞ মাহফুজা খাতুন তার সকল ভালোমন্দের সঙ্গী।

মুহম্মদ আব্দুস সামাদ এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon